ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

চেক প্রতারনায় আলমগীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলাধারা প্রতিবেদন  »

চেক প্রতারণার মামলায় তাফসীর ট্রেডিং কর্পোরেশনের প্রোপ্রাইটর মো. আলমগীর কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি  আদালত।  তার বিরুদ্ধে চেক জালিয়তির মাধ্যমে গৌধুলী এগ্রোর ১৮ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এ আদেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন চৌধুরী মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, রাজশাহী জেলার মতিহার থানার তাফসীর ট্রেডিং কর্পোরেশন এর প্রোপ্রাইটর মো. আলমগীর কবিরের সাথে গৌধুলী এগ্রোর মেজবাউল আলম ফারুকের ১৮ লাখ ৮৫ হাজার টাকার খাদ্য আমদানি বাবদ লেনদেন রয়েছে। উক্ত টাকা পরিশোধের জন্য ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (রাজশাহী শাখা) ১৮ লাখ ৮৫ হাজার টাকার চেক ইস্যু করেন মো. আলমগীর কবির।  তবে চেকটি ব্যাংক কর্তৃক অপর্যাপ্ত তহবিল মন্তব্যে প্রত্যাখ্যাত হওয়ায় বাদি আসামিকে আইনের বিধান মতে ৩০ দিনের সময় দিয়ে নোটিশ দেন। কিন্তু নোটিশের মেয়াদকালে পাওনা টাকা পরিশোধ না করায় গত ২২শে অক্টোবর চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন বাদি মেজবাউল আলম ফারুক। 

আদালত বাদির জবানবন্দী গ্রহণ শেষে আসামিকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করেন। সমন সম্পর্কে জানার পরও ধার্য্য তারিখে আদালতে হাজির না হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

বাংলাধারা/এফএস/এআর 

আরও পড়ুন