ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

তরুণীকে হত্যার হুমকি দিয়ে আবারও পুলিশের জালে ‘লেডি ক্যাডার’ সিমি

বাংলাধারা প্রতিবেদক »

‘তুমি আমাকে চেন? আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’। নগরীর নেভাল এলাকায় এক তরুণীকে এধরণের হুমকি দিয়ে আবারও আলোচনায় এসেছে ল্যাডি ক্যাডার সিমি অরফে সিমরান সিমি। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ।

শনিবার (১৩ মার্চ) তার নিজ বাসা থেকে তাকে আটক করে পতেঙ্গা থানা পুলিশ। সিমি নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। তিনি একটি কলেজের শিক্ষার্থী।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের সৈয়দ বলেন, ‘তাকে মূলত ভাইরাল হওয়া ভিডিওর জন্য জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়।’

এদিকে শনিবার ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়। নেভাল এলাকায় এক তরুণীকে বেধড়ক চড় থাপ্পড় দিচ্ছে সিমি ও তার এক সহযোগী। ওই সময় সিমিকে বলতে শোনা যায়, ‘তুই আমাকে চিনস? আমি বললে, এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না।’

এর আগে গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে বেধড়ক মারধর করেছিল ‘লেডি ক্যাডার’ সিমি ও তার গ্রুপ। পরে ওই তরুণীর মামলার জেরে গত ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন সিমি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ