বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। ছাত্র রাজনীতির শুরু থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে নেই কোন অভিযোগ। নগরীর জনপ্রিয়, মানবিক ও কর্মীবান্ধব নেতাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি। এমনকি করোনাকালেও দেখিয়েছেন মানবিকতার অনন্য নজির। মানুষ যখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত তখন রাতদিন মানবিক কাজ করে সবার নজর কেড়েছিলেন তিনি।
অসহায় মানুষের মুখে তুলে দিয়েছেন খাবার। এছাড়া করোনাকালে হাসপাতালগুলো যখন শ্বাসকষ্ট জনিত রোগীকে ফিরিয়ে দিয়েছিলেন তখন অক্সিজেন নিয়ে নগরীর এক প্রাপ্ত থেকে অপর প্রান্তে ছুটে গিয়েছিলেন তিনি। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছিলেন।
দেবুর পথ চলা রাজনীতি-মানবিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়। চট্টগ্রাম মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য ও গোলপাহাড় কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিসহ একাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ বলেন, ‘দেবাশীষ নাথ দেবু চট্টগ্রাম নগরীর একমাত্র স্বচ্ছ নেতা। এতসব গুরুত্বপূর্ণ পদবীধারী নেতা চলাফেরা করেন সাধারণ যাত্রীবাহী যানবাহনে। একটি মোটরসাইকেল পর্যন্ত নেই দেবুর। মানুষের কল্যাণে কাজ করা তার নেশা।’
সূত্রে জানা গেছে, তার এতসব জনপ্রিয়তা ও কর্মীবাহিনীর দেখে নিজ শিবিরে কতিপয় অপরাজনীতিতে মেতে উঠেছেন অনেকে। টার্গেট করেছেন নগর ‘স্বেচ্ছাসেবক লীগ’ সভাপতির পদকে।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, ‘আজ দেবাশীষ নাথ দেবু না হলে আমাদের কমিটি কখন হতো তা বলার অপেক্ষা রাখে না। ওনার রাজনৈতিক ক্যারিয়ার খুঁজে কোনো অভিযোগ পাওয়া যাবে না।’
একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন বলেন, ‘সভাপতির মতো সহজ সরল সাদামাটা মানুষ নেই বললে চলে।’
পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল শীল বলেন, নগর ও দেশকে সাজাতে দেবাশীষ নাথ দেবুর মতো নেতার কোনো বিকল্প নেই। তাঁর প্রত্যেকটি চিন্তাভাবনা সুন্দর সৃষ্টিশীল।’
গোলপাহাড় কালি মন্দিরের সাধারণ সম্পাদক কাজল দেব বলেন, ‘দেবাশীষ নাথ দেবুর উদাহরণ একমাত্র তিনিই। এই পর্যন্ত তাঁর সুনাম ছাড়া অন্য কিছু যেমন শুনিনি, তেমনি নেতিবাচক কিছু দেখিনি। মানুষকে কিভাবে সম্মান করতে হয়, ভালবাসতে হয় এবং ছোটদের স্নেহ করতে হয় শুধু তাঁর মধ্যে এইসব দেখছি।’
নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবক লীগের মতো সংগঠনের চট্টগ্রাম মহানগরের সভাপতি হওয়া চারটিখানি কথা না। অনেক চড়াই-উৎরাই সভাপতি হতে হয়েছে। কেন্দ্র চুলচেরা বিশ্লেষণ করেই সভাপতি করেছে। আমি সভাপতির সাথে ২০-২২ বছর রাজনীতি করছি। কখনো কোনো প্রকার নেতিবাচক কিছু দেখি নাই। নিজদের মধ্যে ওঁৎ পেতে থাকা একটি কুচক্রী মহল দেবুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু তারা কখনো সফল হবে না।’
অপর সহ-সভাপতি আজাদ খান অভি বলেন, ‘রাজনীতির জন্য আইডল হচ্ছে দেবাশীষ নাথ দেবু। যার মধ্যে নেই বিন্দু পরিমাণ অহংকার নেই। তিনি সকল নেতাকর্মীদের প্রাণভোমরা।’
সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ বলেন, ‘অত্যন্ত সাংগঠনিক এবং নেতৃত্বের সকল গুণাবলি তাঁর মধ্যে রয়েছে বলে কেন্দ্র তাকে সভাপতি করেছে।’
সাংগঠনিক সম্পাদক মাসুদ খান বলেন, ‘সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের মন জয় করেছেন তিনি। কিভাবে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয় তা ওনার কাছ থেকে শিখতে হবে। আজ অন্যান্য সংগঠনের চেয়ে আমাদের স্বেচ্ছাসেবক লীগ অনেক গুণ এগিয়ে, তার সিংহভাগ অবদান সভাপতি দেবুর। তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েও একটি চাকরি করে সাধারণ জীবনযাপন করেন।’
তিনি আরও বলেন, ‘যে অভিযোগের তীর তাঁর দিকে নিক্ষেপ করা হচ্ছে এর কোনো সত্যতা বা ভিত্তি নেই।’
অপর সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য বলেন, ‘আমাদের সভাপতি দেবাশীষ নাথ দেবুর জনপ্রিয়তা সততা সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতা দেখে যারা ঈর্ষান্বিত হচ্ছেন তারা মূলত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে না। নিজেদের আখের গোছানো ছাড়া সংগঠনের গতিশীলতা বৃদ্ধির জন্য কোনো কাজ করে না। যারা ভাল কাজ করে, তাদের কিভাবে টেনে নামাবে সেই চিন্তাই থাকেন।’
সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময় আওয়ামী রাজনীতির দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের হাল ধরেছেন তিনি। কোনো ভিত্তি ছাড়া একটি ভুল বোঝাবুঝির বিষয়কে কেন্দ্র করে যে সম্মানহানি করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্ররাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সবকিছুই সুনামের সাথে অর্জন করেছেন।
তিনি আরও বলেন, ‘অপরাজনীতিতে মেতে ওঠা কতিপয় একটি গোষ্ঠী দেবুর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যে বিষয়কে সামনে আনা হয়েছে তার সাথে দেবুর কোনো সম্পৃক্ততা নেই।’
জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু বলেন, ‘যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা মূলত দল ভাঙার জন্য করছে। দল ও দলের বাইরে ৯৯ শতাংশ মানুষ আমার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করবে না। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। এটি শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি। আমার ওপর কেন্দ্রের আস্থা ও বিশ্বাস আছে। কেন্দ্র আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটি আমি সততা ও মানবিকতা দিয়ে পালন করার চেষ্টা করবো। এসময় তিনি ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।