ksrm-ads

২৭ এপ্রিল ২০২৫

ksrm-ads

দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ; প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাধারা ডেস্ক »

সারা দেশে আশংকাজনক ভাবে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।

বৃহস্পতিবার( ১১ মার্চ) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের করোনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন ।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি মাসেই ভারত থেকে টিকা আসার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা( who) এর কাছ থেকে জুন মাসের আগেই ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন আসবে ।

আমরা সব জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানিয়েছি যে, যে সব স্থানে জনসমাগম বেশি হবে প্রয়োজনে সেই সব প্রোগ্রাম তাৎক্ষণিকভাবে বন্ধ করা করে দিতে হবে। সবার মাস্ক ব্যবহার নিশ্চিতভাবে করতে হবে । সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি সবাই যাতে টিকাও নেয় ।

উল্লেখ্য, করোনা সংক্রমণের হার নিম্নমুখী থাকলেও গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ শতাংশে পৌঁছেছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন