বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) পুলিশের পক্ষ থেকে এসব ইয়াবা উদ্ধারের বিষয়টি জানানো হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলাম টুটুল (৩৬) পাবনা জেলার সাথিয়া থানাধীন গোপিনাথপুর উত্তরপাড়া এলাকার সামছুল হকের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম টুটুলকে গ্রেফতার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। কক্সবাজার থেকে নিয়ে আসা হচ্ছিল এসব ইয়াবা।
এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
বাংলাধারা/এফএস/এইচএফ