ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

নানা পরিকল্পনা বাস্তবায়নে পটিয়ার ৩ নম্বর ওয়ার্ড হবে মডেল

পটিয়া প্রতিনিধি »

আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাংবাদিক আবেদুজ্জমান আমিরী বলেছেন, মুখে নয়, কাজে প্রমান দিব। যদি আমি নির্বাচিত হয়, পৌরসদরের ৩নং ওয়ার্ডকে আগামীতে আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তর করব।

রোববার (৭ ফেব্রুয়ারী) সকালে পৌরসদরের ৩নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গনসংযোগকালে এমন আশা ব্যক্ত করেছেন তিনি।

গনসংযোগে উপস্থিত ছিলেন, পটিয়া স্কুলবেলা ৯৬ ব্যাচের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শাহদাত হোসেন, সাংবাদিক হারুনুর রশিদ, নুর হোসেন, বিকাশ চৌধুরী, রবিউল আলম ছোটন, মোহাম্মদ মহিউদ্দিন, ওবায়দুল কাদের পিবলু প্রমুখ।

আগামী ১৪ ফেব্রুয়ারী শনিবার  চর্তুথ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রথমবারের মতো পটিয়া পৌরসভায় ভোট গ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৪ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ৯টি ওয়ার্ডে পৗরসভায় মোট ভোটার ৩৯ হাজার ৭৮৭। নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন ও পুরুষ  ভোটার ২০ হাজার ২৯৫ জন। চর্তুথ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন