চলতি বিপিএলে প্রথম ৬ ম্যাচে মাত্র ২টিতে জয় পায় দুর্বার রাজশাহী। দলটি আলোচনায় ছিল পারিশ্রমিক না পাওয়া ও সে কারণে অনুশীলন বয়কট করার খবরেও। অনেক সমালোচনার পর ২৫ শতাংশ পারিশ্রমিক পায় দলটির ক্রিকেটাররা। পারিশ্রমিক পাওয়ার পর নামা প্রথম ম্যাচেই জয় তুলে নিল রাজশাহী।
আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে রাজশাহী ৬৫ রানে হারায় সিলেট স্ট্রাইকার্সকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে য়ান বার্ল সর্বোচ্চ ৪১ এবং এনামুল হক বিজয় ৩২ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারেই ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট। ২৮ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ফর্মে থাকা জাকির হাসান। ২০ বলে ৩১ রান আসে জাকের আলীর ব্যাটে। বাকিদের মধ্যে এক জর্জ মানসে ছাড়া (২২ বলে ২০) আর কেউ দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি। ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাজশাহীর স্পিনার নাহিদুল ইসলাম।