ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

বদলি হচ্ছেন চট্টগ্রামের ১১ ওসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের অন্তত ১১টি থানার ওসি বদলি করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে। এসব ওসি ৬ মাসের বেশি সময় ধরে বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের ১৭ থানার মধ্যে ৬ থানার ওসি বদলির তালিকা ইসিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্‌। তিনি বলেন, চট্টগ্রাম জেলায় ১৭ থানার মধ্যে ছয় থানার ওসি ছয় মাসের বেশি সময় ধরে স্ব স্ব থানায় আছেন। তাদের নাম বদলির জন্য প্রস্তাব করেছি।

চট্টগ্রাম জেলার বদলির প্রস্তাবিত ছয় ওসির তালিকায় রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন দায়িত্বে আছেন ৩ বছর ৩ মাস ১৭ দিন, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন ২ বছর ১ মাস ২১ দিন, মিরসরাই থানার ওসি কবির হোসেন দায়িত্বে আছেন ১ বছর ৯ মাস, সন্দ্বীপ থানার ওসির দায়িত্বে আছেন মোহাম্মদ সহিদুল ইসলাম ১ বছর ৩ মাস ১৮ দিন, সীতাকুণ্ড থানায় তোফায়েল আহমেদ ১ বছর ১ মাস ২১ দিন এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন দায়িত্ব পালন করছেন ১ বছর ধরে।

এছাড়া হাটহাজারী, রাঙ্গুনিয়া, দক্ষিণ রাঙ্গুনিয়া, ভূজপুর, ফটিকছড়ি, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া থানার ওসির কর্মকাল একই থানায় ৬ মাস পূর্ণ হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানার মধ্যে পাঁচ থানার ওসি ছয় মাসের বেশি সময় ধরে একই থানায় দায়িত্ব পালন করছেন, তাই তাদের নাম বদলির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপ পুলিশ কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ।

তিনি জানান, আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর, বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান, বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানী ও চকবাজার থানার ওসি মঞ্জুর কাদেরকে বদলির প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন