ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে »
বাংলাদেশ স্কাউটস সন্দ্বীপ উপজেলা শাখার ২০২১-২০২৪ সম্মেলন ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় সন্দ্বীপের কবি আবদুল হাকিম পাবলিক অডিটরিয়ামে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও সন্দ্বীপ স্কাউটসের আহবায়ক মোঃ মাইন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
বাংলাদেশ স্কাউটস সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহ-প্রধান শিক্ষক এ কে ফজলুল করিমের সঞ্চালনায় অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওহাব ও গাছুয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
কাউন্সিল অধিবেশনে সন্দ্বীপের ২৮ টি মাধ্যমিক বিদ্যালয় ১৫০ টি প্রথমিক বিদ্যালয়, ১১ টি দাখিল মাদ্রাসার মোট ২২০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাদল রায় স্বাধীন ও ইলিয়াছ সুমন।
অধিবেশনে পদাধিকার বলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানকে সভাপতি, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইলকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ স্কাউটস সন্দ্বীপ উপজেলা শাখার আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়।
কমিটির অনন্য নেতৃবৃন্দ হলেন সহ সভাপতি যথাক্রমে সন্দ্বীপ উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মাইন উদ্দীন, গাছুয়া এ কে একাডেমির প্রধান শিক্ষক আমিনুর রসুল, কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ নাজির আজম্মদ, কুচিয়ামোড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান।
কমিশনার নির্বাচিত হয়েছেন মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, সহ-কমিশনার জি কে একাডেমির সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাস, সহ-কমিশনার পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, সহ কমিশনার গাছুয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গফুর ইসলাম, সহ কমিশনার সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।
যুগ্ম সম্পাদক মুছাপুর আলিমিয়ার বাজার সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াহেদুল মাওলা, স্কাউট লিডার উত্তর মাইটভাংগা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন, ক্লাব স্কাউট লিডার উত্তর মাইটভাংগা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, জেলার দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ফিরোজ খান, সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস সন্দ্বীপ চট্টগ্রাম এর গ্রুপ সভাপতি জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আনোয়ার হোসেন, গ্রুপ সভাপতি প্রথমিক ওমদা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মজুমদার, গ্রুপ সভাপতি পূর্ব কুচিয়ামোড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ এলাহী চৌধুরী, লিডার ট্রেইনার মাধ্যমিক পূর্ব সন্দ্বীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস,সহ লিডার ট্রেইনার দ্বীপালো সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, সহ লিডার ট্রেইনার সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক মাইমুনা খানম, সহযোগী সদস্য মুছাপুর শেখ মুহাম্মদ মাদ্রাসার সহকারী শিক্ষক তৈফিকুল ইসলাম, সহযোগিতা সদস্য মধ্য হরিশপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাফসিরুল আবেদীন, সহযোগিতা সদস্য পূর্ব রহমতপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইটি রাণী দাশ।
অডিটর কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, অডিটর হাজী আবদুল মালেক মাদ্রাসার সুপার আলমগীর ও অডিটর পূর্ব বাউরিয়া ভুঞাবাড়ী সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক সানাউল্ল্যাহ।
বাংলাধারা/এআই