বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানের দেলোয়ার হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) সকালে সদর উপজেলা কুহালং ইউনিয়নে পূর্বমুসলিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন কুহালং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন চড়ুই পাড়া আহমদ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
নিহতের স্ত্রী রুবী জানান, স্বামী বাড়িতে না থাকার কারণে নিজ বাবার বাসায় ঘুমাতে যান রুবী। সকালে নিজ ঘরে এসে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পিছনে ঘরে ঢুকে দেখেন স্বামী খাটে উপর পড়ে আছে। স্বামীকে উঠানো চেষ্টা করলে কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিদের জানায়। পরে ইউপি মেম্বারও চেয়ারম্যানকে জানায়।
নিহত ভাই আনোয়ার হোসেন জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মা বলেন, স্থানীয়রা খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন বলে জানান।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।