বাংলাধারা ডেস্ক »
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত হওয়া জহিরুল ইসলাম সোহাগ (৪০) নামে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (৯ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন তিনি। তিনি নগরের ইপিজেডের আকমল আলী রোডের জলিলুর রহমানের ছেলে। তিনি বিএম কন্টেইনার ডিপোর লরি চালাতেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর সোহাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। তবে এখন শারীরিক কিছু সমস্যা বোধ করায় আবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোহাগের স্ত্রী কাজল বেগম গণমাধ্যমকে বলেন, হাত-পায়ে আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায় সোহাগ। কিন্তু এখন তার বাম পাশের হাত-পা অবশ বোধ করায় হাসপাতালে ভর্তি করানো হয়।
উল্লেখ্য গত ৪ জুন রাতে ৯ টায় সীতাকুন্ড বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ড ও বিস্ফোরণ ঘটায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত, আহত কয়েক শতাধিক।