নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের গন্তব্যে পৌছে দিতে বিভিন্নজন থেকে চুক্তিভিত্তিতে গাড়ি ভাড়া নিয়ে তা নিজের গাড়ি বলে বিক্রি করে দেন ফয়সাল মুরাদ তুষার (৩০)। ভাড়া নেওয়া গাড়িটির মালিক সেজে ভুয়া মালিকানা কাগজ বানিয়ে গাড়ি বিক্রি করা টাকা হাতিয়ে দেওয়াই যেন নেশা তার। দীর্ঘদিন এ জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে পার পেয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তুষারের। সর্বশেষ চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় প্রতারণার আশ্রয় নিয়ে জাল কাগজ বানিয়ে গাড়ি বিক্রি ও টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা একটি মামলায় তুষারকে আটক করার পর উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য।
প্রতারণার আশ্রয় নিয়ে গাড়ি ভাড়া নিয়ে বিক্রি করে দেওয়ার ঘটনায় গাড়ির মালিক রাজন মিয়ার ছোট ভাই ফজলে রাব্বি চকবাজার থানায় একটি মামলা দায়ের করলে শনিবার (১৩ মে) কিশোরগঞ্জ থেকে তাকে আটক করে চকবাজার থানা পুলিশ।
চকবাজার থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের মজুমদার বলেন, নগরীর বিভিন্নজন থেকে ভাড়ায় গাড়ি নিয়ে কাগজপত্র জালিয়াতি করে বিক্রির দায়ে ফয়সাল মুরাদ তুষার নামে একজনকে আটক করেছ। আটককৃত আসামীর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, আটককৃত তুষার বিভিন্ন অফিসের কাজে ব্যবহারের কথা বলে রাজন মিয়ার একটি গাড়ি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় চুক্তি হয় ভাড়াকৃত গাড়ি চট্টগ্রাম মহানগরী এলাকায় চলবে। কিন্তু ভাড়া নেওয়ার পর তুষার গাড়িটি চট্টগ্রামের বাইরে চালায় এবং এক পর্যায়ে সে গাড়িটি কিশোরগঞ্জের নন্দাইলে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয় সে।
এজহারসূত্রে আরও জানা যায়, গত বৃহস্পতিবার রাতে রিপন দত্ত নামের একজন মাইক্রোবাস গাড়ী ক্রয়ের জন্য ঢাকার ধানমন্ডী ১ নম্বার রোডের একটি বাসায় প্রায় ২৫ লাখ টাকার বান্ডিল বুঝিয়ে দেন ফয়সাল মুরাদ তুষার। ঘটনাস্থল । এর আগে গাড়ী বিক্রয়ের জন্য স্টাম্পে চুক্তি করেন তিনি। যেখানে সাক্ষী হিসাবে সাক্ষর করেন এক মহিলা।
অন্যের গাড়ি নিজের বলে বিক্রি করায় প্রতারণার শিকার হন রিপন দত্ত। তিনি বলেন, নিজের গাড়ি বলে জাল কাগজপত্র দিয়ে গাড়ি বিক্রি করে আমার কাছ থেকে নগদ ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এখন দেখছি গাড়ির মালিক সে নিজে না। গাড়ির মালিককে পুলিশ গাড়ি বুঝিয়ে দিয়েছে। মাঝখানে আমি প্রতারিত হয়েছি।
শুধু একটি গাড়ী নয়, আরেক ভুক্তভোগীর ২টি গাড়ী মাসিক ভাড়ায় নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে ফয়সালের বিরুদ্ধে। পুলিশ আটক দেখানোর আগে অভিযুক্ত ফয়সাল প্রতারণার বিষয় স্বীকারও করে। সে বলে, আমার এমন প্রতারণা করা উচিত হয়নি। আমি অন্যায় করেছি।
এদিকে প্রতারণা করে গাড়ি বিক্রি ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার দায়ে অভিযুক্ত ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগিরা।
বিস্তারিত ভিডিও রিপোর্টে: