আন্তর্জাতিক ডেস্ক »
মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। সামাজিক যোগাযোগমাধ্যম তোলপাড়। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন কেউ কেউ।
গত সপ্তাহে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন বিতর্কে হজরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হজরত আয়েশাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। নূপুর শর্মার সহকর্মী বিজেপির দিল্লি শাখার গণমাধ্যমপ্রধান নবীন কুমার জিন্দাল মহানবীকে নিয়ে একটি টুইট করলে অনেকেই এতে ক্ষুব্ধ হন। পরে অবশ্য টুইটটি মুছে দেন জিন্দাল। নূপুর শর্মাও তার বক্তব্য প্রত্যাহার করে নেন।
টুইট মুছে ফেলা কিংবা বক্তব্য প্রত্যাহারেও নেটিজেনদের ক্ষোভ প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতে বিজেপি নূপুর শর্মাকে সাময়িক বহিষ্কার এবং জিন্দালকে বহিষ্কার করেছে।
বিজেপি মুখপাত্রের এমন মন্তব্যকে ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেছে সৌদি আরব। মানুষের ‘বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান’ জানানোরও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে ইরান, কুয়েত,কাতার ও পাকিস্তান। এ ছাড়া মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।