ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নিজস্ব সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর,   রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম,   আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, রাঙামাটি জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।

আইন শৃঙ্খলা সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংঘটিত অপরাধ, সন্ত্রাস ও নাশকতা, চোরাচালান নিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও ইভটিজিং, স্বাস্থ্য সেবা,  মাদক, বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন