ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙ্গুনিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি  »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কালুগোট্টা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ডেজি দত্ত (৩৫), আবুল কালাম (৬৮), আকবর হোসেন (২৫) ও ৭ মাসের শিশু আদৃশ সোইম আয়ান।আহত ব্যক্তিরা হলেন আব্দুল কাদের (৪২), আবুল কালাম (৪০), মো. মুছা (৩১) ও মো.গিয়াস (২৬)। রাঙ্গুনিয়া থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর কয়েকশো লোক কাপ্তাই সড়কের ওই এলাকায় ভিড় জমান। এতে সড়কে প্রায় ২৫-৩৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এরপরে চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মো. মাহবুব মিল্কি ঘটনাস্থলে এসে যানজট নিরসন করেন।

জানতে চাইলে রাঙ্গুনিয়া সার্কেল  মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ট্রাক ও দুইটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার পর ট্রাক ও সিএনজি দুইটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। 

ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে স্থানীয় চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক মো. শহীদ বলেন, আহত দুজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্যদের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ