ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

রাজধানীতে ৩ পুলিশকে মারধরের ঘটনায় ৪৫০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর জুরাইনে ৩ পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় এক নারীসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) রাতে শ্যামপুর থানায় আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন নিজেই বাদী হয়ে এই মামলা করেছেন। এ ঘটনায় একটি মামলা (মামলা নং-১১) করা হয়েছে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন- বার্তা বিচিত্রা পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া সোহাগ-উল ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভূঁইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভূঁইয়া।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, জুরাইন রেলগেট এলাকায় রাস্তার উল্টোদিক দিয়ে আসা মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধারে আসা আরও দুই পুলিশ সদস্যকেও মারধর করা হয়।

আটক তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (৮ জুন) আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন