বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পছন্দের প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ায় উপাচার্যের দপ্তরে ভাঙচুর করেছে ছাত্রলীগের একটি উপপক্ষের নেতা–কর্মীরা। এ সময় শাটল ট্রেনের চাবি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। চাবি ছিনিয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভা ছিল। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিন্ডিকেট কক্ষে এ সভা হয়। সভায় মেরিন সায়েন্স বিভাগে শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়। তবে এই পদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ার অভিযোগ এনে উপাচার্যের দপ্তর ভাঙচুর করেছেন ছাত্রলীগের উপপক্ষ একাকারের ১৫-২০ জন নেতা–কর্মী।