বাংলাধারা প্রতিবেদক »
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (৬ জুন) দুপুর ২ টায় তিনি দূর্ঘটনাস্থল বিএম ডিপোতে প্রবেশ করেন। এই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে ঘটনার বিষয়ে বিশদ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, সেনাবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।