ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

সেন্টমার্টিন সমুদ্র থেকে ২১ হাজার ইয়াবাসহ ৭ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারকারী দলের ৭ সদস্যকে আটক করছে কোস্টগার্ড। মঙ্গলবার (২ আগস্ট) ভোর রাত ২টার দিকে টেকনাফের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বিসিজি স্টেশনের সেন্টমাটিন কোস্টগার্ড সদস্যরা তাদেরকে আটক করে।

আটকরা হলো- মহেশখালী উপজেলার কুতুবঝুম পশ্চিম পাড়ার, ফরিদ আলম (২৮)আবুল কাসেম (৪০)জসিম উদ্দিন (১৯) সলিমুল্লাহ (২৮), আমানউল্লাহ (৪০), সোহেল উদ্দিন (২২), নিজাম উদ্দিন (৩৫)।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন কতৃর্ক একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় বাংলাদেশি ১টি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে থামার সংকেত দেয়। কিন্ত বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে।

এ সময় কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে একটি হলুদ রং এর প্লাস্টিকের বস্তা থেকে ২১হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ফিশিং বোট এবং আটককৃত ৭ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ