ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

সৌদিতে বাস দুর্ঘটনা: বাংলাদেশি নিহতের সংখ্যা ৯

বাংলাধারা ডেস্ক »

সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনায় নিহত ৩৬ জনের মধ্যে ৯ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। গত বুধরাত (১৬ অক্টোবর) রাতে মদিনা থেকে মক্কায় উমরাহ পালন করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রিয়াদের বাথা এলাকার দার আল মিকাত ওমরাহ এজেন্সির ওই বাস মোট ৫০ জন যাত্রী নিয়ে মদিনা গিয়েছিল। একদিন পর ৩৯ জন আরোহী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে রওনা হয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে।

আল-আখাল গ্রামের কাছে সড়কের সংস্কার কাজে থাকা একটি লোডারের সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনা কবলিত গাড়িতে ৯ বাংলাদেশির মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া বাংলাদেশিরা হলেন- মোকতার হোসেন, হুমায়ুন কবির, নাসির, রুহুল আমিন, মানু মিয়া, সাকিব। নিহতদের লাশ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন