ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

স্কুলের জন্য বেরিয়ে নিখোঁজ কিশোর, ৩ মাস পর উদ্ধার করল র‍্যাব

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র রাহুল (১৪)। গত ১৮ এপ্রিল বাসা থেকে বেরিয়েছিল স্কুলের উদ্দেশে। কিন্তু আর ঘরে ফেরেনি সে। অনেক খোঁজাখুজির পর থানায় নিখোঁজ ডায়েরিও করেন তার বাবা। শেষমেষ র‍্যাবের দ্বারস্থ হন নিখোঁজের ৬ দিনের মাথায়। অবশেষে ৩ মাস ১৩ দিন পর রাহুলকে উদ্ধার করেছে র‍্যাব-৭।

রবিবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরের পাহাড়তলী থানার অলংকার বাসষ্ট্যান্ড এলাকা হতে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার উদয় দেবনাথ পাপন প্রকাশ রাহুল রাউজান থানার উরকিরচর এলাকার উজ্জ্বল প্রসাদ দেবনাথের ছেলে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার জানান, গত ১৮ এপ্রিল সকাল আটটার দিকে বাসা থেকে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় ফিরে না আসায় তার স্কুল এবং তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পাওয়ায় পরদিন রাউজান থানায় নিখোঁজ একটি ডায়েরি করেন রাহুলের বাবা। যার ডায়েরি নম্বর-৮৭২ (১৯.০৪.২০২২)।

তিনি আরও জানান, উজ্জ্বল প্রসাদ দেবনাথের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বিষয়টি মানবিকতার সঙ্গে গ্রহণ করে এবং নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবহিকতায় রোববার দিবাগত রাত একটার সময় নগরের পাহাড়তলী থানাধীন অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদয় দেবনাথ পাপন প্রকাশ রাহুলকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পিতা-মাতাকে সংবাদ দিলে তারা সেখানে উপস্থিত হয়ে তাদের ছেলেকে শনাক্ত করে।

জিজ্ঞাসাবাদ সে নিজেকে অসুস্থ বলে জানায় এবং এতদিন কোথায় ছিলো কীভাবে ছিলো কিছুই বলতে পারেনি। রাহুলকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ