ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রাম মেডিকেলে ধরা পড়ল দালাল

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে সবুজ (২৫) নামে এক দালালকে আটক করেছে আনসার সদস্যরা। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তাকে।

মঙ্গলবার  (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক সবুজ নোয়াখালী সদর থানার নিয়ামতপুর এলাকার দুলামিয়া মুন্সি বাড়ির মৃত আব্দুর রবের ছেলে। তিনি হাসপাতালের সামনে বি কে ফার্মেসি নামে একটি  প্রতিষ্ঠানে কাজ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক। তিনি বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতেন। মঙ্গলবার তাকে গাইনী ওয়ার্ড থেকে আনসার সদস্যরা ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন