ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

স্কাউটসে রাষ্ট্রপতির ‘রৌপ্য ইলিশ’ অ্যাওয়ার্ড পেলেন মোরশেদুল আলম

স্কাউট আন্দোলনের সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি কর্তৃক সেবানিকেতন মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মোহাম্মদ মোরশেদুল আলমকে বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” পদক প্রদান করা হয়েছে।

রোববার (২ জুন)ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কাউন্সিলের ৫২ তম (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটসের চীফ স্কাউট মো: শাহাবুদ্দিন উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে স্কাউটসের সভাপতি মো: আবুল কালাম আজাদ, এমপি, পিআরএস, এলটি, প্রধান জাতীয় কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান ও রাষ্ট্রপতি কার্যালয়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়াসহ সরকারের বিভিন্ন বিভাগের সাবেক ও বর্তমান সচিববৃন্দ, অ্যাওয়ার্ডী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশ থেকে ২১ জনকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” এবং ৪৫ জনকে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” প্রদান করা হয়।

মোরশেদুল আলম এর পূর্বে স্কাউট আন্দোলনে গৌরবময় সেবার স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ স্কাউটস সভাপতি অ্যাওয়ার্ড, সিএনসি’স অ্যাওয়ার্ড, বার-টু-দি মেডেল অব মেরিট, মেডেল অব মেরিট, ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের কাব ক্যাম্পুরী, সমাবেশ, জাম্বুরী, কমডেকা ও রোভার মুটে চ্যালেঞ্জ পরিচালক, ডেপুটি প্রোগ্রাম চীফ, প্রোগ্রাম চীফ ও প্রশিক্ষণ কোর্সসমূহে প্রশিক্ষক হিসেবে নিয়মিত অংশগ্রহণ করছেন। তিনি বয়ষ্ক নেতাদের সাথে নিয়মিত যোগাযোগসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা, পিএসটি প্রদানের মাধ্যমে বয়ষ্ক নেতাদের দক্ষতা বৃদ্ধিতে নিবিড়ভাবে কাজ করছেন। এছাড়াও তিনি আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ ও এআর) এর দায়িত্ব পালন করছেন। তিনি পেশাগতভাবে চট্টগ্রামের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন