১৫ জুলাই ২০২৫

করোনাভাইরাস প্রতিরোধে ‘ইপসা’র হাত ধোয়া কর্মসূচি

বাংলাধারা প্রতিবেদন »

আজ ১৫ অক্টোবর। বিশ্ব হাত ধোয়া দিবস। ২০০৮ সাল থেকে দিবসটির সূচনা হলেও করোনা মহামারি পরিস্থিতিতে এই দিবসটির গুরুত্ব কয়েকগুণ বেড়ে গেছে।করোনোভাইরাস প্রতিরোধে তাই দিবসটি উপলক্ষে সচেতনামূলক হাত ধোয়া কর্মসূচি আয়োজন করে ইপসা।

‘সেভ দ্যা চিলড্রেন’র সহায়তায় ইপসার প্রয়াস-২ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর বিবিরহাট এলাকায় অবস্থিত ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য উপস্থিত ব্যক্তিবর্গের সামনে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত করেন ৭নং সিটি কর্পোরেশন ওয়ার্ড নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কমকর্তা ডা. শবনম মুস্তারী।

এছাড়া স্বল্প খরচের সাবান পানি সোপি ওয়াটার তৈরি ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গকে অবহিত করেন নগর স্বেচ্ছাসেবকরা।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে সকলের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। কারণ করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষায় বারবার হাত ধোয়া অত্যন্ত জরুরি।

সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইপসা’র প্রকল্প সমন্বয়ক সানজিদা আক্তার, প্রকল্প অফিসার আতাউল হাকিম, মনিটরিং এন্ড এভালুয়েশন অফিসার সৈয়দ মোহন উদ্দিন, ফিল্ড অফিসার ওসমান গনি প্রমুখ। এছাড়াও এতে ৭নং ওয়ার্ডের নগর স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘হ্যান্ড হাইজিন ফর অল’ অর্থাৎ সকলের হাত সুরক্ষিত থাক। প্রতি বছরের মতো এবারও বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। 

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন