বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৯৩ জন। এদের মধ্যে ১৫৪ জন নগরের ও ৩৯ জন উপজেলার বাসিন্দা। মোট ১ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন রোগীদের শনাক্ত করা হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩৪ জন; এর মধ্যে ২৩৮ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।
সোমবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৭ হাজার ৮২৭ জনের মধ্যে ২১ হাজার ২৭২ জন নগরের ও ৬ হাজার ৫৫৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৭২ জনের ও সিভাসুতে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের একজনের নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়নি।
ইমপেরিয়াল হাসপাতালে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পাওয়া গেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়েছে।
জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর