ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

টাইগারপাসে চলন্ত মাইক্রোবাসে ধসে পড়লো পাহাড়ের মাটি

চট্টগ্রাম নগরীর টাইগারপাসে চলন্ত একটি মাইক্রোবাসরে উপর পাহাড়ের মাটি ধসে পড়ার ঘটনা ঘটেছে। লালখান বাজার থেকে টাইগারপাসগামী একটি মাইক্রোবাসে পাহাড়ের মাটি ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বন্ধ হয়ে যায় যান চলাচল।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। তারা ধসে পড়া মাটি সড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাটি চাপায় আটকে থাকা মাইক্রোবাসটিও ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়।

 

আরও পড়ুন