ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

ফটোগ্রাফিক স্যালন অব জাপান পুরস্কার অর্জন করলো শাহরিয়ার ফারজানা

বাংলাধারা প্রতিবেদন  »

জাপানের ‘৮১-তম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান (দ্য আশাহি শিমবুন)’-এ ‘অনারেবল মেনশন’ পুরস্কার অর্জন করেছে আলোকচিত্রী শাহরিয়ার ফারজানার ছবি।

জাপানের টোকিও-তে ৩ এপ্রিল ২০২১ থেকে এক বছর ব্যাপী অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সারা বিশ্বের ৭৭টি দেশের মোট ১১,৮৪১টি ছবি অংশগ্রহণ করেছে। এসব ছবির মধ্যে মাত্র ১১১টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।

পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো মার্চের শেষে ফটো-আশি.কম (িি.িঢ়যড়ঃড়-ধংযর.পড়স) ওয়েবসাইটে দেখা যাবে।

‘চেঞ্জ দ্য থট’ শীর্ষক শাহরিয়ার ফারজানার পুরস্কারবিজয়ী ছবিটিতে দেখা যায়, পতেঙ্গা সমুদ্রসৈকতে মাদ্রাসা-পড়ুয়া হাস্যোজ্জ্বল ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জনৈক পর্দানশিন শিক্ষয়িত্রী সেলফি তুলছেন। মাদ্রাসার ধর্মীয় রক্ষণশীল পরিবেশে বেড়ে উঠলেও আধুনিক স্মার্টফোনের নানাবিধ ব্যবহার তথা ডিজিটাল প্রযুক্তির প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ বাড়ছে এবং তাদের চিন্তাচেতনায় বেশ পরিবর্তনের ছোঁয়া লাগছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সন্তান শাহরিয়ার ফারজানার বহু আলোকচিত্র ইতিমধ্যে ৭৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।

এগুলোর মধ্যে ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’-এ ‘‘হাইলি রিকমন্ডেড অ্যাওয়ার্ড’’, ‘ইন্টারন্যাশনাল কমপিটিশান ইউনিভার্সাল ইমেজ সার্কিট ২০২০ জেসিএম’-এ ‘‘ডবিøউপিএআই গোল্ড মেডাল’’, ‘সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডাল’’, ‘ইন্টারন্যাশনাল স্যালন নিউ ইয়র্ক (আইএসএনওয়াই) ২০২০’-এ ‘‘ফিয়াপ এইচএম রিবন’’, ‘ফোর্থ বিপিএস ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘‘পিএসএ গোল্ড মেডাল’’, ‘ফোয়েনিক্স ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্লান্ট অ্যাওয়ার্ড ২০১৯-এ ‘‘পিএসএ গোল্ড মেডাল’’, ইউনেস্কোর ‘কালার্স অব বাংলাদেশ ২০১৯’-এ ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘ফোরটিন্থ বিপিএস-এইচপি ২০১৯’-এ ‘‘বেস্ট ফিমেল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড’’, ‘সেভেন্থ অলিম্পিক ফটো সার্কিট ইস্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘‘পিএসএ গোল্ড মেডাল’’, ‘থার্ড মাজফুজ উল্লাহ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফটো কনটেস্ট ২০১৯’-এ ‘‘পিএসএ গোল্ড মেডাল’’, ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘‘এফআইপি সিলভার অ্যাওয়ার্ড’’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আলোকচিত্রে বিশেষ অবদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে শাহরিয়ার ফারজানা ব্রিটিশ কাউন্সিল-এর ‘লিপিং বাউন্ডারিস ২০১৯’, রোটারী ক্লাব অব অ্যানশেন্ট চিটাগাং ও রোটারী ক্লাব অব সাগরিকা-র ‘ভোকেশনাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৯’, জীবনের জন্য ফাউন্ডেশন-এর ‘মাদার তেরেসা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০১৭’ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ