বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউনিয়নে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের কালীপ্রসন্ন সড়ক সেতুর পিলারের সাথে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের কালীপ্রসন্ন সড়ক সেতুর পিলারের সাথে আটকে থাকা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ লাশ উদ্ধার করে। তবে লাশের পরিচয় জানা যায়নি।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম জানান, বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের কালীপ্রসন্ন সেতুর নিচে একটি পিলারের গোড়ায় উপুর হয়ে ছিলো লাশটি। লাশের পড়নে কাপড়-চোপড় নেই। বয়স অনুমানিক ৩৮-৪০ হবে। লাশে পচন ধরে গেছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাধারা/এফএস/এএ