ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

মিরসরাই যুবলীগ; কারা আসছে আগামীর নেতৃত্বে

শাহ আব্দুল্লাহ আল রাহাত, মিরসরাই »

নেতৃত্বের আলোচনায় আবারও সরব হয়ে ওঠেছে মিরসরাই উপজেলা যুবলীগ। শুরু হয়েছে প্রার্থীদের দৌঁড়ঝাপ। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন একাধিক প্রার্থী।

এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহে সম্মেলনের মাধ্যমে যুবলীগের নেতৃত্ব নির্বাচনের কথা জানান মিরসরাই উপজেলা যুবলীগ বর্তমান আহ্বায়ক কমিটি। সম্মেলন এবং নেতৃত্ব উভয় দিক বিবেচনা চারদিকে যুবলীগের সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা চারিদিকে বেড়েছে বহুগুণে।

উপজেলা যুবলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সভাপতি পদে আলোচনায় রয়েছে তিনটি নাম। যাদের প্রত্যেকেই সাবেক ছাত্রনেতা। তারা মিরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, যুগ্ম-আহ্বায়ক মাহফুজ আলম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুল ইসলাম রানা।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন সোহেল, সাবেক যুগ্ম-আহ্বায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবা বাবু এবং উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল।

সভাপতি-সাধারণ পদের প্রত্যেকেই মিরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। নেতৃত্বের প্রশ্নে যুবলীগের নেতাকর্মীরা দুঃসময়র ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছাত্রনেতাদের মূল্যায়নের দাবি জানান।

উপজেলা যুবলীগের সভাপতি পদে আলোচিতদের অন্যতম একজন মোশাররফ হোসেন মান্না। ১৯৯৪ সালে রাজনীতিতে আসা মোশাররফ হোসেন মান্না ছিলেন জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি এবং জি এস।ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নেতৃত্বেও ছিলেন তিনি। সর্বশেষ তিনি দায়িত্ব পালন করছেন মিরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে।

অন্যদিকে সভাপতি পদে আলোচনায় রয়েছেন মাহফুজ আলমের নাম। যিনি ১২ নং খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগ, চট্টগ্রাম সরকারি কর্মাস কলেজ ছাত্রলীগ, মিরসরাই উপজেলা ছাত্রলীগ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে থেকে গড়েছেন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। বর্তমানে দায়িত্ব পালন করছেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে।

সভাপতি পদে আলোচনায় রয়েছে সাবেক ছাত্রনেতা মাইনুল ইসলাম রানার নামও। তৃণমূল রাজনীতি থেকে বেড়ে ওঠা রানা ছিলেন সরকারহাট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, নেতৃত্বে মেধার পরিচয় দিয়ে নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, এরপর দীর্ঘ ৫ বছরের ও বেশি সময় সফলতার সাথে পালন করেছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব।

এদিকে সাধারণ সম্পাদক পদে আলোচিত নাম ইমরান হোসেন সোহেল। যিনি দায়িত্ব পালন করেছেন দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে এবং দায়িত্ব পালন করেছেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন ইব্রাহীম ভূঁইয়া। যিনি দায়িত্ব পালন করেছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হিসবে।

এছাড়া সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মেজবা বাবু এবং মেজবা সোহেলের নামও। দীর্ঘদিন ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা দুই সাবেক ছাত্রনেতা এবার নির্বাচিত হতে চান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা মেজবা বাবু জড়িত ছিলেন তৃণমূল ছাত্রলীগে, এরপর দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে।

অন্যদিকে দীর্ঘদিন উপজেলার ১৮ টি ইউনিটে দলীয় কর্মসূচিতে নিরন্তর ছুটে চলা মেজবাউল করিম সোহেলর নামটি ও বেশ আলোচনায়। অনেকটা প্রত্যন্ত এবং বিএনপি অধ্যুষিত এলাকা থেকে ছাত্ররাজনীতি করে উঠে আসা সোহেল দায়িত্ব ছিলেন ৫নং ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে। এই যুবলীগের নেতৃত্ব নিয়ে দুঃসময়ের ছাত্রদের মূল্যায়নের দাবি জানান বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদকবৃন্দ।

১০ নং মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান বলেন, দুঃসময়ে ছাত্রলীগ করা নেতাদের যুবলীগে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, নেতৃত্ব এমনভাবে নির্বাচন হোক যেখানে ত্যাগী ছাত্রনেতাদের মূল্যায়ন হয়।আমরা একটা হাইব্রিড মুক্ত যুবলীগের কমিটি চাই।

মিরসরাই উপজেলা যুবলীগের সদস্য খোকন বলেন, দুঃসময়ে ছাত্রলীগ করা নেতারা আজ অবহেলিত। চারদিকে হাইব্রীডদের ছড়াছড়ি।

তিনি আরো বলেন, দুঃসময়ে মোশাররফ হোসেন মান্না এবং মাহফুজ আলমদের ভূমিকার কথা আমাদের মাথায় রেখে নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। কেননা দুঃসময়ে বীর চট্টগ্রামের কিংবদন্তী নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পাশে ভ্যানগার্ড হিসেবে এরাই ছিলো। আগামী উনার যোগ্য উত্তরসূরী মাহবুব রুহেলের হাতকে শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন প্রয়োজন।

১৬নং সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ জানান, আমরা দীর্ঘদিন উপজেলা যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত। যুবলীগ একটি ভ্যানগার্ড সংগঠন। এখানে ত্যাগীদের মূল্যায়ন এখন সব যুব নেতাদের দাবি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন