লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ একটি ইটভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার চরম্বা খালেকের দোকানস্থ সিবিএম ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, লাইসেন্সবিহীন ওই ইটভাটাটি নির্দেশনা অমান্য করে পরিচালিত হচ্ছে।তাই সিবিএম নামের ওই ইটভাটা মালিককে ইটভাটা স্থাপন ও ইটভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১০ এর ৪/৫ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়
বাংলাধারা/এফএস/এআর