ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

সাকিব-তামিম ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

আইসিসি ইভেন্টে বাংলাদেশের দল ঘোষণা মানেই নাটকীয়তা। এবারও তার ব্যতিক্রম হয়নি। অবশেষে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-তামিম ছাড়াই রবিবার চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি ।

তামিম তো আগেই জানালেন লাল সবুজের জার্সি গায়ে আর কখনোই খেলবেন না। ২য় দফায় বোলিং অ্যাকশনে ফেইল করার পর সাকিব আল হাসানও বাদ পড়লেন। শুধু মাত্র ব্যটার সাকিবে ভরসা রাখতে পারেননিই নির্বাচকরা। সাকিব তামিমদের পরীবর্তে দলে জায়গা পেয়েছেন অন্যরা। বাজে পারফরম্যান্সের মাশুল দিতে গিয়ে বাদ পড়েছেন লিটন দাসও। সবমিলিয়ে কেমন হলো টাইগারদের এবারের চ্যাস্পিয়নস ট্রফির দল?

যথারীতি দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। তামিম, সাকিব না থাকলেও দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও স্কোয়াডে জায়গা করে নিয়েছ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ।

বিসিবির ঘোষিত এই ১৫ সদস্যের স্কোয়ডে ভরসা করা গেলেও, চ্যাম্পিয়নস ট্রফির মতো একটা বৈশ্বিক ইভেন্টে সাকিব-তামিম নেই এমন দৃশ্য মেনে নিতে পারবেন বাংলার কোটি কোটি ক্রিকেট প্রেমীরা ?

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ