বাংলাধারা প্রতিবেদক »
সরকারের উন্নয়ন নগরবাসীর কাছে তুলে ধরতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১), ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটন লিফলেট প্রচার ও গণসংযোগ করেছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বেলা ১২টার দিকে নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি প্রচারণা চালান। এদিন স্থানীয় জনগণকে সাথে নিয়ে তিনি এই প্রচারণা চালান।
এদিকে সরকারের উন্নয়ন নিয়ে প্যানেল মেয়রের লিফলেট প্রচারের এই উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক।
এই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে আব্দুস সবুল লিটন বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিগত ১৪ বছরের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করছি এবং মাঠে নেমেছি। জনগণ কি কারণে আওয়ামী লীগকে ভোট দিবে— তা জনসাধারণকে বুঝানোর চেষ্টা করছি। আগামীবার ক্ষমতায় আসলে কি কি উন্নয়ন হবে— তা মানুষকে বুঝানো চেষ্টা করছি, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়ন ধারা অব্যাহত থাকে।’
এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘সরকারিভাবে ও আমি ব্যক্তিগতভাবে যেসব উন্নয়ন করেছি তার সুফল এখন পাচ্ছি। এই যে সাধারণ মানুষ আমার সাথে প্রচারণায় নামছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া। করোনাকালে শুধু আমার ওয়ার্ড নয়, এর বাইরে অনেক জয়গায় সাহয্য-সহযোগিতা করে গেছি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু সাধ্য করেছি’
‘আগামী নির্বাচনে নেত্রী যাতে মনোনয়ন দেবেন, ইনশাআল্লাহ, আমরা রামপুর ওয়ার্ডে বিশাল ভোটে এগিয়ে যেতে পারবো।’













