হেফাজতে ইসলামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
এতে আহ্বায়ক হয়েছেন উসমান রাঃ মাদ্রাসার পরিচালক হাফেজ মাছুম । সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মুছাপুর দারুল কুরআন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহমান সাইম।
কমিটিতে উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন , মাও আবদুর রহিম, হা.মানির ,মাও ছিদ্দিক ,মাও আবু আসলাম।
সদস্য হিসেবে আছেন- মাও যোবায়ের ,মুফতি শাহিন হা.মাও নুরুনবী ,মুফতি কামরুল হাসান ,মাও ইয়াসির আরাফাত প্রমুখ।