লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে সদর ইউনিয়নের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন পদুয়া ইউনিয়ন বনাম বড়হাতিয়া ইউনিয়ন। খেলায় বড়হাতিয়া দল পদুয়া দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করেন।
উদ্বোধনী খেলায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। বিশেষ অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, ভাইস-চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান জুনাইদ চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে.সামশুল আলম, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মুহাম্মদ আলমগীর।ধারাভাষ্যকার ছিলেন, মুহাম্মদ কায়সার হামিদ।
বাংলাধারা/এফএস/এআই